চীন কোনো দেশের সঙ্গে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না: চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়
2023-02-24 14:10:28

ফেব্রুয়ারি ২৪: চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান খ্য ফেই গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীন যে কোনো সময় ও পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র প্রথমে ব্যবহার না-করার নীতি মেলে চলে, পারমাণবিক অস্ত্রবিহীন দেশ ও অঞ্চলে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দেয়।

তিনি বলেন, চীনের পারমাণবিক নীতি উচ্চ মানের স্থিতিশীলতা, ধারাবাহিকতা ও পূর্বাভাসের যোগ্যতা রাখে। চীন কোনো দেশের সঙ্গে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না এবং জাতীয় নিরাপত্তার জন্য ন্যূনতম প্রয়োজনীয় পর্যায়ের পারমাণবিক শক্তি ধরে রাখবে। যুক্তরাষ্ট্রে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগার আছে, এখনও বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে পারমাণবিক শক্তি উন্নত করা হচ্ছে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমানা কমছে এবং পারমাণবিক প্রতিরক্ষামূলক ছাতা জোরদার করেছে। যুক্তরাষ্ট্র বারবার তথাকথিত ‘চীনের পারমাণবিক হুমকি’ তুলে ধরে শুধুমাত্র তার পারমাণবিক অস্ত্রাগার প্রসারিত করার ও সামরিক আধিপত্য বজায় রাখার জন্য অজুহাত খোঁজে।

 চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে ধারণামূলক প্রচার বন্ধ করা, জাতীয় নিরাপত্তায় পারমাণবিক অস্ত্রের প্রভাব হ্রাস করা এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ দেয়।

(তুহিনা/তৌহিদ/রুবি)