কম্বোডিয়া রাজা ও তাঁর মার সঙ্গে দেখা করলেন চীনা প্রেসিডেন্ট দম্পতি
2023-02-24 16:13:36

ফেব্রুয়ারি ২৪: আজ (শুক্রবার) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তাঁর স্ত্রী ফেং লি ইউয়ান কম্বোডিয়ার রাজা নরোদম শিহামনি ও তাঁর মা নরোদম মোনিনেয়াথের সঙ্গে দেখা করেছেন।

 

সি চিন পিং বলেছেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫ বছরে চীন ও কম্বোডিয়ার মৈত্রী সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। চীনের পুরাতন নেতারা ও রাজার পিতার চেষ্টায় দ্বিপক্ষীয় সম্পর্ক গঠন ও উন্নত হয়েছে।

 

রাজা শিহামনি ও রাজার মা গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা ও উন্নয়নের সাক্ষী এবং চীনা মানুষের ভাল বন্ধু। চীন-কম্বোডিয়া মৈত্রী উন্নয়নে রাজার মা’র বিশেষ অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে তাঁকে বন্ধুত্বের পদক দেন জনাব সি। চীন-কম্বোডিয়া মৈত্রী লালন করে চীন-কম্বোডিয়া অভিন্ন লক্ষ্যের কমিউনিটির নতুন অধ্যায় রচনা করার কথা বলেন চীনের প্রেসিডেন্ট।

 

সি চিন পিং জোর দিয়ে বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) চীনা মানুষ নিয়ে চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের মাধ্যমে চীনা জাতির মহান পুনরুদ্ধার এগিয়ে নিয়ে যাচ্ছে। নতুন যুগের নতুন যাত্রায় শান্তিপূর্ণ উন্নয়ন, উভয়ের জয়ের সহযোগিতায় অবিচল থাকতে হবে। চীন কম্বোডিয়ার সঙ্গে ‘ষড়ভুজ হীরা’ আকারের সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠা করতে চায় এবং কম্বোডিয়ার শিল্প খাতের উন্নয়ন করিডোর এবং ‘ধান ও মাছ করিডোর’ নির্মাণে সাহায্য করতে চায় চীন।

(শিশির/তৌহিদ/রুবি)