‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী উপলক্ষ্যে তার অগ্রগতি তুলে ধরেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2023-02-24 18:24:17


ফেব্রুয়ারি ২৪: ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী উপলক্ষ্যে তার অগ্রগতি তুলে ধরেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এক অঞ্চল, এক পথ’ শুধু অর্থনৈতিক সমৃদ্ধির পথই নয়, বরং সবুজ উন্নয়নের পথ। চলতি বছর ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের দশম বার্ষিকী। গত দশ বছর চীন বাস্তবসম্মতভাবে বিভিন্ন পক্ষের সঙ্গে সবুজ উন্নয়নে চীনের মেধা, প্রযুক্তি ও প্রস্তাব শেয়ার করেছে। এতে যৌথ নির্মাণকাজে অংশগ্রহণকারী ও জনগণ সবুজ উন্নয়নের সাফল্য উপভোগ করেছে।

ওয়াং ওয়েন বিন আরও বলেন, দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীন বরাবরই সবুজ উন্নয়নের চেতনার অনুশীলন করছে। চীন অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ৫০টিও বেশি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সহযোগিতামূলক দলিল স্বাক্ষর করেছে এবং ৩৮টি যৌথ নির্মাণকাজে অংশগ্রহণকারী দেশের সঙ্গে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় সবুজ উন্নয়নের অংশীদারি সম্পর্কের উদ্যোগ উত্থাপন করেছে। অনেক সহযোগিতামূলক প্রকল্প বিডিআই বরাবর দেশগুলোতে মজুত রয়েছে। চীন অব্যাহতভাবে আন্তর্জাতিক সমাজের সঙ্গে মানুষ ও প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থান, অর্থনীতি ও পরিবেশের সমন্বয় বেগবান করা এবং বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়নের পৃথিবী গড়ে তুলতে চায়।

(রুবি/তৌহিদ/লাবণ্য)