ইরাক সফর করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
2023-02-23 17:21:26

ফেব্রুয়ারি ২৩: গতকাল (বুধবার) ইরাক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ইরাকের নেতারা। দু’পক্ষ সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তাসহ নানা বিষয়ে আলাপ-আলোচনা করেছেন এবং নিরাপত্তা, অর্থনীতি ও সংস্কৃতিসহ নানা বিষয়ে সহযোগিতা জোরদারে একমত হয়েছেন।

 

আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে ইরাকের প্রেসিডেন্ট আব্দুল রশিদ বলেন, সংলাপের মাধ্যমে উত্তেজনাকর পরিস্থিতি প্রশমন করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা সমাধান করতে হবে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ইরাক ও ইরান অবদান রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

 

তা ছাড়া আব্দুল্লাহিয়ান পৃথক পৃথকভাবে ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি এবং ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের সঙ্গে বৈঠক করেছেন।

(শিশির/তৌহিদ/রুবি)