ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত
2023-02-23 15:58:12

ফেব্রুয়ারি ২৩: গতকাল (বুধবার) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং জাকার্তা সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং সাক্ষাত করেছেন।

 

এসময় ছিন কাংয়ের মাধ্যমে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে অভিবাদন জানান প্রেসিডেন্ট জোকো। তিনি চীনের আসন্ন দুই অধিবেশনের সফলতা কামনা করেন। জোকো বলেন, গেল কয়েক বছরে ইন্দোনেশিয়া ও চীনের মধ্যে বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক বিনিয়োগের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চীন এখন ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগের উত্স দেশ। জাকার্তা-বান্দুং হাইস্পিড রেল, উত্তর কালীমন্তন শিল্প পার্ক, নতুন রাজধানী নির্মাণসহ নানা গুরুত্বপূর্ণ প্রকল্প দু’পক্ষ এগিয়ে নেবে। পাশাপাশি, শিল্প চেন ও জ্বালানিসহ সহযোগিতা বাড়াবে দুই দেশ।

 

জনাব জোকো আরও বলেন, এশিয়া হচ্ছে বিশ্ব অর্থনীতি উন্নয়নের কেন্দ্র, ক্ষমতা প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ নয়। চীনের সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা, মহামারির পর পুনরুদ্ধারে সহায়তা দিতেও ইচ্ছুক ইন্দোনেশিয়া।

 

ছিন কাং বলেন, শতাধিক বছরে নতুন মহামারি পরিস্থিতি এশিয়া প্রশান্ত অঞ্চলে  গভীর প্রভাব ফেলেছে। পরিস্থিতির জটিলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীন ও আসিয়ানের ঘনিষ্ঠ সহযোগিতা করতে হবে। আসিয়ান জোটের পালাক্রমিক সভাপতিত্ব দেশ হিসেবে ইন্দোনেশিয়ার নেতৃত্বে আসিয়ান কমিউনিটি গঠন ও পূর্ব এশিয়া সহযোগিতা বাস্তবায়নে সমর্থন জানায় চীন।

(শিশির/তৌহিদ/রুবি)