ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে জরুরি অধিবেশন শুরু
2023-02-23 13:49:00

ফেব্রুয়ারি ২৩: গতকাল (বুধবার) জাতিসংঘ সাধারণ পরিষদে ১১তম জরুরি অধিবেশন শুরু হয়। এতে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস জোর দিয়ে বলেছেন, যুদ্ধ সমস্যা মোকাবিলার প্রস্তাব নয়, বরং, যুদ্ধ হল সমস্যা। বিভিন্ন পক্ষকে সংঘর্ষ বন্ধ করে জাতিসংঘ সনদ মেনে চলার আহ্বান জানান তিনি।

ইউক্রেন ‘শান্তিপূর্ণ পদ্ধতির’ খসড়া প্রস্তাব পেশ করেছে; এই অধিবেশনে প্রস্তাবের বিষয়ে ভোট হবে। বেলারুশ সংশোধনী প্রস্তাব পেশ করেছে, তাতে সংঘর্ষের মূল কারণ সংশোধনে দাবি করা হয়েছে। এতে আন্তর্জাতিক সমাজের উদ্বেগ ফুটে ওঠে।

স্থানীয় সময় ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন চলবে এবং প্রস্তাবের পক্ষে-বিপক্ষে এদিন ভোট অনুষ্ঠিত হবে।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)