আসিয়ানের পালাক্রমিক প্রেসিডেন্ট দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে সমর্থন দেবে চীন: মুখপাত্র
2023-02-23 19:33:45

ফেব্রুয়ারি ২৩: চীন বরাবরই প্রতিবেশী আসিয়ানের কূটনীতিতে অগ্রাধিকার দেবে এবং পালাক্রমিক প্রেসিডেন্ট দেশ হিসেবে ইন্দোনেশিয়ার কাজে সমর্থন দেবে। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এ কথা বলেছেন।

সম্প্রতি ইন্দোনেশিয়া সফরকালে চীন-আসিয়ান সম্পর্ক উন্নয়নে বেইজিংয়ের অবস্থান তুলে ধরেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং। এ প্রসঙ্গে ওয়াং ওয়েন বিন বলেন, নতুন স্নায়ুযুদ্ধ ও বড় দেশের প্রতিদ্বন্দ্বিতা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিয়ে আসা ঠিক নয়। আঞ্চলিক দেশগুলোকে পক্ষপাতিত্বে বাধ্য করা উচিত নয়। ইন্দোনেশিয়াসহ আসিয়ান দেশগুলো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীল উন্নয়নের অবস্থায় স্বাধীনভাবে বাছাই করবে বলে আশা করে চীন। চীন আসিয়ানের কৌশলগত স্বনির্ভরতা, সংহতি ও আত্মশক্তি গঠন এবং আসিয়ানের কেন্দ্রীয় অবস্থান রক্ষায় সমর্থন দিয়ে যাবে।

(রুবি/তৌহিদ/লাবণ্য)