রাশিয়া ও যুক্তরাষ্ট্রের গঠনমূলক আলোচনার মাধ্যমে মতভেদ সমাধান প্রত্যাশা করে চীন
2023-02-23 14:14:30

ফেব্রুয়ারি ২৩: রুশ প্রেসিডেন্ট পুতিন ২১ ফেব্রুয়ারি ঘোষণা করেন ‘রাশিয়া-যুক্তরাষ্ট্র নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তির বাস্তবায়ন স্থগিত করেছে। এ বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (বুধবার) অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, রাশিয়া-যুক্তরাষ্ট্র নতুন কৌশলগত দ্বিপাক্ষিক অস্ত্র হ্রাস চুক্তি এবং দু’দেশের মধ্যে একমাত্র অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেছে। যা বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখা, আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি রক্ষা করা ও পারমাণবিক অস্ত্রমুক্ত হওয়ার লক্ষ্য বাস্তবায়ন করা ইত্যাদি ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। চীন আশা করে দু’পক্ষ গঠনমূলক আলোচনার মাধ্যমে মতভেদ সমাধান করবে এবং চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করবে।

(তুহিনা/তৌহিদ/রুবি)