ব্রাজিলের সাও পাওলোতে প্রচুর বৃষ্টিপাতে ৪৮জন নিহত
2023-02-23 11:22:16

ফেব্রুয়ারি ২৩: গতকাল (বুধবার) ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের বেসামরিক প্রতিরোধ বিভাগ জানায়, সম্প্রতি উপকূলীয় এলাকার ধারাবাহিক প্রচুর বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও পাহাড়ি ভূমিধসে এ পর্যন্ত ৪৮জন নিহত হয়েছে।

স্থানীয় সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গেছে, উদ্ধারকারীরা ২৬জন আটকে পড়া মানুষকে উদ্ধার করেছে। এখনও প্রায় ৪০জন নিখোঁজ রয়েছে।

    এ ছাড়া সান সেবাস্তিয়ান শহরের বেসামরিক বিভাগ জানায়, রোববার ভোরে বৃষ্টিপাতের পরিমাণ ৬ শতাধিক মিলিমিটার। এতে ১৯৪৩জন গৃহহীন হয়েছে। বেশ কয়েকটি ব্লকে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে এবং টেলিযোগাযোগ সমস্যা দেখা দিয়েছে।

সাও পাওলোর বেসামরিক বিভাগ সতর্ক করে বলেছে, আগামী কয়েক দিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের প্রভাব উপকূলীয় এলাকার উপর পড়বে।

(প্রেমা/তৌহিদ/ছাই)