আন্তর্জাতিক সমাজকে সোমালিয়ার ওপর মনোযোগ ও বরাদ্দ বাড়ানোর আহ্বান জানায় চীন
2023-02-23 11:23:03

ফেব্রুয়ারি ২৩: গতকাল (বুধবার) জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধিদলের অস্থায়ী রাষ্ট্রদূত তাই বিং নিরাপত্তা পরিষদে সোমালিয়া বিষয়ক পর্যালোচনার সময় আন্তর্জাতিক সমাজকে দেশটির ওপর মনোযোগ ও বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, সম্প্রতি সোমালিয়ার রাজনৈতিক অন্তর্বর্তী ও সন্ত্রাসদমন কাজে কিছুটা অগ্রগতি হয়েছে। তবে, পরিস্থিতি এখনও জটিল ও কঠিন। নিরাপত্তা পরিস্থিতির মৌলিক পরিবর্তন হয় নি।

তিনি বলেন, চীন বিভিন্ন পক্ষকে দেশ ও জনগণের দীর্ঘমেয়াদী স্বার্থ থেকে সংলাপ ও পরামর্শের মাধ্যমে মতভেদ সমাধান করার আহ্বান জানায়। এ ছাড়া দেশটির নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর মাধ্যমে কার্যকরভাবে সন্ত্রাসদমন ও শান্তি রক্ষার দায়িত্ব পালন করা উচিত বলে মনে করে চীন। আন্তর্জাতিক সমাজকে দেশটিতে মানবিক সমর্থন বাড়ানোর আহ্বান জানায় চীন। পাশাপাশি, সোমালিয়া সরকারকে মানবিক পরিবেশ উন্নত করা, দেশের নিরাপত্তা ও উন্নয়ন চাহিদা পূরণে দৃঢ় নিশ্চয়তা দিতে আরও চেষ্টা করার আহ্বান জানান তিনি।

(প্রেমা/তৌহিদ/ছাই)