আজকের টপিক: নিরাপদ বিশ্ব গড়ায় চীনের অবদান
2023-02-23 22:23:11

স্থানীয় সময় ১৯ ফেব্রুয়ারি, তিন দিনব্যাপী ৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন শেষ হয়। আগের দিন তথা ১৮ ফেব্রুয়ারি, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও সিপিসি’র কেন্দ্রীয় কমিটির বিদেশবিষয়ক কমিশন কার্যালয়ের  পরিচালক ওয়াং ই সম্মেলনে ‘একটি আরও বেশি নিরাপদ বিশ্ব গড়া’ শীর্ষক ভাষণ দেন।  আজ আমরা এ বিষয় নিয়ে আলাপ করব।