বৈদেশিক বাণিজ্যের নতুন প্রাণশক্তিকে উদ্দীপ্ত করতে পরিষেবা উন্নত করেছে চীন
2023-02-23 15:30:36

বৈদেশিক বাণিজ্য আন্তর্জাতিক ও দেশীয় দু’টি বাজার ও সম্পদের মধ্যে সংযুক্ত করে। এটি নতুন উন্নয়নের কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বছরের শুরুতে চীনের মহামারী প্রতিরোধমূলক ব্যবস্থা সমন্বয় করার পাশাপাশি বৈদেশিক বাণিজ্য উন্নয়নের নতুন ইতিবাচক তথ্য প্রকাশিত হয়। প্রধান প্রদেশগুলোতে রপ্তানি অর্ডার বৃদ্ধি পাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমি এ বিষয়ে কথা বলবো।

বর্তমানে চীনা প্রতিষ্ঠানগুলোকে বিদেশে রপ্তানি ও বিনিয়োগ বৃদ্ধি করার জন্য দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সংস্থা সুবিধাজনক ব্যবস্থা নিয়েছে। একটি নতুন উন্নয়ন প্যাটার্ন নির্মাণ জোরদার করার জন্য বৃহত্তর অর্জনের জন্য বৈদেশিক বাজারকে উদ্দীপ্ত করার চেষ্টা করা হবে। নতুন উন্নয়ন কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন জোরদার করতে হবে।

২০২২ সালে চীনের বিদেশি বাণিজ্যের পরিমাণ প্রথমে ৪০ ট্রিলিয়ন ইউয়ানের ছাড়িয়ে যায়। এটি একটি অসাধারণ সাফল্য। তবে জটিল দেশি ও বিদেশি অবস্থায় বৈদেশিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অর্ডার প্রাপ্তিতে অসুবিধা, দুর্বল আন্তর্জাতিক লজিস্টিকস এবং বর্ধিত বাণিজ্যিক বাধার মতো সমস্যা দেখা দেয়।

বাণিজ্যিক সুযোগ সৃষ্টির জন্য সম্প্রতি চ্যচিয়াং, চিয়াংসু, সিছুয়ান ও কুয়াংতং প্রদেশের প্রধান বৈদেশিক বাণিজ্যিক থানার প্রতিষ্ঠানগুলো পৌর সরকারের সংস্থার উদ্যোগে ইউরোপ, জাপান, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাত গিয়ে বিভিন্ন মেলায় অংশ নেয় এবং সহযোগিতার নিয়ে আলোচনা করে।

পরিসংখ্যানে বলা হয়, বসন্ত উত্সবের সময় চিয়াংসু প্রদেশের প্রতিষ্ঠানগুলো বিদেশে গিয়ে ২০ বিলিয়ন ইউয়ানের চুক্তি স্বাক্ষর করে। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যচিয়াং প্রদেশের ১৬৫৭টি প্রতিষ্ঠান ‘হাজার হাজার প্রতিষ্ঠান বাজার প্রসারিত করা ও অর্ডার বাড়ানো’ শীর্ষক কর্মসূচির আওতায় ৪০ বিলিয়ন ইউয়ানের চুক্তি স্বাক্ষর করে।

এদিকে গত জানুয়ারি মাসে চীনের নতুন বৈদেশিক বাণিজ্যিক চুক্তির সূচক গত মাসের ৭ থেকে ৫০.৯ শতাংশে উন্নীত হয়। চীন-ইউরোপ রেলপথে মোট ১৪১০টি ট্রেন যাতায়াত করে এবং পণ্য পরিবহনের পরিমাণ ছিল ১.৪৭ লাখ স্ট্যান্ডার্ড বক্স। এই খাতে বার্ষিক বৃদ্ধি যথাক্রমে ৬ ও ১৩ শতাংশ।

সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মূল্য সংযোজন ও উচ্চ-প্রযুক্তি পণ্যের রপ্তানি বৃদ্ধি চীনের বিদেশি বাণিজ্যের উচ্চ-মানের উন্নয়নের একটি প্রবণতা হয়ে উঠেছে। নতুন জ্বালানি সম্পদসহ বিস্তারিত খাতে বৃদ্ধির প্রবণতা বিশেষভাবে সুস্পষ্ট। সুবিধা শিল্প কাঠামো, উদ্ভাবন ও সবুজ উন্নয়নের কৌশল দিয়ে বেশ কয়েকটি স্ব-মালিকানাধীন ব্র্যান্ড নতুন জ্বালানিসম্পদ যানবাহন প্রতিষ্ঠান বিদেশি বাজারে গভীরভাবে উন্নীত করেছে। চীনের স্বয়ংক্রিয় শিল্প সমিতির প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, গত জানুয়ারিতে চীনের গাড়ি রপ্তানির পরিমাণ ছিল ৩.০১ লাখ। যা গত বছরের একই সময়ের চেয়ে ৩০.১ শতাংশ বেড়েছে। এর মধ্যে নতুন জ্বালানিচালিত গাড়ি রপ্তানির পরিমাণ ছিল ৮৩ হাজার।

নতুন বছর বৈদেশিক বাণিজ্য স্থিতিশীলতা করার জন্য আরো নতুন সুবিধা নেওয়া হবে। সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ ১৪টি সংস্থা বেইজিং ও সিনচিয়াংসহ নয়টি অঞ্চলে অভ্যন্তরীণ ও বিদেশি বাণিজ্য একীকরণের পরীক্ষামূলক অঞ্চল নির্ধারণ করেছে। শুল্ক সাধারণ প্রশাসন বাজারের সত্তা, বাজারের শেয়ার নিশ্চিত করা এবং শিল্প চেইন ও সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা— এই তিনটি বিষয়ে সুবিধাজনক ব্যবস্থা নেবে। শাংহাই স্পষ্টভাবে ধারাবাহিক আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান, অফশোর বাণিজ্য, ডিজিটাল বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্যসহ বহুমুখী পরিষেবা ও অন্যান্য নতুন আন্তর্জাতিক বাণিজ্য বেঞ্চমার্কিং প্রতিষ্ঠান উন্নয়নে সহায়তা করে। হেইলোংচিয়াং প্রদেশ গভীরভাবে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে অংশ নিয়ে রাশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করবে।

বিদেশি বাণিজ্য হলো নতুন উন্নয়ন কাঠামো গঠনের অবিচ্ছেদ্য অংশ। চীনের অর্থনীতির শক্তিশালী স্থিতিস্থাপকতা, দুর্দান্ত সম্ভাবনা ও পর্যাপ্ত জীবনীশক্তি এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের মৌলিক বিষয় পরিবর্তন হয়নি। আমাদের উচিত ভালভাবে আন্তর্জাতিক ও দেশীয় বাজার ব্যবহার করে উচ্চ মানের উন্নয়নের নতুন চালিকাশক্তি সৃষ্টি করা।

(ছাই/তৌহিদ)