‘ফুল ফোটায় দুঃখ ভুলে যাওয়া যাক’ শীর্ষক চীনা গানের পেছনের গল্প
2023-02-23 18:59:46

                                                                         চীনের বিখ্যাত গায়ক  চৌ শেন 

চলতি বছরের বসন্ত উত্সব গালার মঞ্চে চৌ শেন নামে চীনের বিখ্যাত গায়ক ‘ফুল ফোটায় দুঃখ ভুলে যাওয়া যাক’ নামের একটি গান গেয়ে শোনান। গানে বার্ধক্যের একটি গল্প তুলে ধরা হয়। একজন মানুষের ভালবাসা এবং অনুশোচনা মাত্র কয়েক মিনিটের গানের মধ্যে কেন্দ্রীভূত হয়। গানটি কোটি কোটি দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। এ গান রচনার পিছনে আছে একটি গল্প। আসুন সেই গল্পটা জানি।

 

চৌ শেন নামে চীনের বিখ্যাত গায়ক বলেন, ‘এ গানের কথা আমাকে দারুণ উদ্বুদ্ধ করেছে। গানের অর্থ এমন যে, সবকিছু চিরন্তন নাও হতে পারে, কিন্তু ভালবাসা চিরন্তন, এবং এই ভালবাসা পারিবারিক স্নেহ হতে পারে, হতে পারে বন্ধুত্ব, হতে পারে প্রেম।’

 

‘ফুল ফোটায় দুঃখ ভুলে যাওয়া যাক’ নামের গানটির কথা রচনা করেন থাং থিয়েন এবং এর সুরকার হচ্ছেন ছিয়েন লেই। এই গানে তারা দু’জন উষ্ণ গানের ধারাবাহিক শৈলী অব্যাহত রেখেছেন।

 

উষ্ণ এবং কোমল, বসন্ত উত্সব গালার পরিচালক দল এই বছরের বসন্ত উত্সব গালার প্রোগ্রাম তালিকায় ‘ফুল ফোটায় দুঃখ ভুলে যাওয়া যাক’ নামের গানটি নির্বাচন করে।

 

                                                                           বেইজিং পিপলস আর্ট থিয়েটারের পরিচালক থাং ইয়ে 

চলতি বছরের বসন্ত উত্সব গালার মঞ্চে বিখ্যাত গায়ক চৌ শেন এ গানটি যখন গাইছিলেন, তখন বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও তাঁর সঙ্গে মঞ্চে ওঠেন এবং ঠোঁট মিলান।  বেইজিং পিপলস আর্ট থিয়েটারের পরিচালক থাং ইয়ে এই গানটি মঞ্চস্থ করার দায়িত্ব পালন করেন।

 

তিনি বলেন, এমন একটি গান উপস্থাপনের সর্বোত্তম উপায় কী হতে পারে? আমরা এটি নিয়ে অনেকবার আলোচনা করেছি এবং অবশেষে আমরা নাটকীয়ভাবে এটি উপস্থাপন করার জন্য দুজন শিল্পীকে আমন্ত্রণ জানাই। তা ছাড়া, চৌ শেন যত্নের সাথে এই গানটি গেয়েছেন। যেন তিনি একজন গল্পকার, যিনি গানের মাধ্যমে মনোমুগ্ধকর একট গল্প বলেন।

 

পেশাদার অভিনয়শিল্পীদের মাধ্যমে এ গানের গল্প তুলে ধরা ছাড়াও, পরিচালক থাং ইয়ে আরো একজোড়া দম্পতিকে আমন্ত্রণ জানান। তরুণ বয়সী একজনের স্ত্রী একজন নার্স। প্রতিদিন কাজে ব্যস্ত থাকেন তিনি। সময় পেলে স্বামী তার সঙ্গে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। স্বামী স্ত্রীকে বলেন, ‘বৃদ্ধ হওয়ার পর আমি তোমাকে একটি বাগান উপহার দেবো।’ অবশেষে তরুণ এই দম্পতি বৃদ্ধ-বৃদ্ধায় পরিণত হওয়ার পর স্বামী নিজের প্রতিশ্রুতি রাখেন এবং স্ত্রীকে একটি বাগান উপহার দেন।

 

‘ফুল ফোটায় দুঃখ ভুলে যাওয়া যাক’ নামের গানটির কথা এমন:

গলিতে ঢোকার মুখে ফুল কিনলাম

রাস্তার পাশে লাল দেয়াল আর নীল টাইলস দিয়ে

সূর্যাস্ত আস্তে আস্তে আমার সাদা চুলে চুমু খায়

পুরানো কাঠের দরজা খুলে আমার বাসায় ফিরে আসি।

তুমি শুধু হাসছ এবং কথা বলছো না

উঠান গভীর, শরতের পাতা ঝরে পড়ছে

আমরা যখন বৃদ্ধ হয়ে যাবো, তখন আমরা ছোট বেলায় ফিরে যাবো

ওয়াইন তৈরি করতে সবুজ বরই বাছাই করো, কিন্তু তুমি গোপনে তা পান করো না।

সাধারণ পোশাক পরবো এবং হাত ধরে রাখবো।

আমরা যখন ঘুমাতে যাবো, তখন আমরা দুশ্চিন্তাহীন শিশুদের মতো হবো

সময় চোরের মতো এবং সে ধীরে আমাদের তারুণ্য চুরি করে।

স্মৃতি যদি চুরি হয়ে যায়, ভুলে যাও আমার ভালোবাসা

আমি তোমাকে হ্যালো বলব

এটা তোমার ফুল

ফুলের নাম ‘দুশ্চিন্তা ভুলে যাওয়া’

 

প্রিয় বন্ধুরা, এখন একসঙ্গে ‘ফুল ফোটায় দুঃখ ভুলে যাওয়া যাক’ নামের গানটি আমরা উপভোগ করবো।  

(লিলি/আলিম/রুবি)