ইইউ ও ব্রিটেনের কিছু কোম্পানি ও ব্যক্তির উপর ইরানের নিষেধাজ্ঞা আরোপ
2023-02-23 16:07:32

 ফেব্রুয়ারি ২৩: ইরানের ওপর ইউরোপের নিষেধাজ্ঞা আরোপের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) রাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৩টি কোম্পানি, ইইউর ১৫জন ব্যক্তি ও ৮জন ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সামরিক শিল্পপ্রতিষ্ঠান, কয়েকজন ইউরোপীয় মন্ত্রী ও সংসদ সদস্যের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হবে। ইরানের আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থায় তাদের ব্যক্তিগত ও কোম্পানির অ্যাকাউন্ট এবং লেনদেন, ইরানের অধীনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং তাদের  বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ইরানের মতে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়েছে সেসব কোম্পানি ও ব্যক্তিবর্গ। তারা ইরানি জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা উস্কে দিয়েছে, ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে, ইরান সম্পর্কে গুজব ছড়াচ্ছে এবং ইরানি জনগণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

(শিশির/তৌহিদ/রুবি)