চীন ও ইন্দোনেশিয়ার মধ্যে উন্নয়নশীল দেশের যৌথ স্বনির্ভরতা ও সহযোগিতার দৃষ্টান্ত তৈরি হয়েছে: চীনা মুখপাত্র
2023-02-23 19:32:43

ফেব্রুয়ারি ২৩: চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং সম্প্রতি ইন্দোনেশিয়া সফর করেছেন। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, চীন ও ইন্দোনেশিয়া একমত হয়েছে যে, দু’দেশের শীর্ষনেতার নির্দেশনায় চীন ও ইন্দোনেশিয়ার রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হচ্ছে; যা উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন ভাগ্য গঠন এবং যৌথভাবে স্বনির্ভরতা ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

ওয়াং ওয়েন বিন জানান, ২২ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওইদোদো চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাংয়ের সঙ্গে বৈঠকের সময় বলেছেন, ইন্দোনেশিয়া দু’দেশের শীর্ষনেতার বৈঠকে অর্জিত মতৈক্য বাস্তবায়ন করা এবং ‘এক অঞ্চল, এক পথ’সহ নানা গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ জোরদার করবে। পাশাপাশি শিল্প চেইন ও নতুন জ্বালানিসহ নানা খাতের সহযোগিতা বাড়াবে। পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং বলেছেন, চীন ইন্দোনেশিয়ার সঙ্গে দু’দেশের শীর্ষনেতার সিদ্ধান্তকে কেন্দ্র করে উধ্বর্তন কর্মকর্তাদের পরিচালনায় কৌশলগত সংযুক্তিতে অবিচল থাকবে। চীন আসিয়ানের পালাক্রমিক প্রেসিডেন্ট দেশ হিসেবে ইন্দোনেশিয়ার ভূমিকায় ব্যাপক সমর্থন দেবে আসিয়ানের ব্যবস্থার মাধ্যমে মিয়ানমারের সমস্যা সমাধানে সমর্থন দিয়ে যাবে বেইজিং।

(রুবি/তৌহিদ/লাবণ্য)