যুক্তরাষ্ট্রের অনিয়ন্ত্রিত অস্ত্র রপ্তানি আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতার জন্য হুমকি
2023-02-23 18:37:27

ফেব্রুয়ারি ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বৃহস্পতিবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রে হালকা অস্ত্র ও গোলাবারুদের নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে এবং অনিয়ন্ত্রিত রপ্তানি করে আসছে। প্রচুর পরিমাণ গোলাবারুদের খোঁজ পাওয়া যাবে না। এমনকি তা সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পড়লে সার্বিক হুমকি তৈরি হবে।

 

গত ১৩-১৭ ফেব্রুয়ারি জাতিসংঘের নিয়মিত গোলাবারুদ বিষয়ক উন্মুক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চীন ‘অ-রাষ্ট্রীয় সত্তাকে’ অস্ত্র রপ্তানি না করার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি অনেক উন্নয়নশীল দেশের সমর্থন পেয়েছে তবে যুক্তরাষ্ট্র তার বিরোধিতা করে।

 

ওয়াং ওয়েন বিন জোর দিয়ে বলেছেন, অস্ত্র রপ্তানি মার্কিন আউটপুটের ছোট একটি অংশ। যুক্তরাষ্ট্র অন্য দেশকে যা দিয়েছে তা প্রজাতন্ত্র বা মানবাধিকার নয়; বরং জীবিকার অবনতি ও সমাজের অস্থিতিশীলতা। এতে তার নিজের বেশি ক্ষতি হবে।

(শিশির/তৌহিদ/রুবি)