সিনচিয়াংয়ের সৌন্দর্য (১)
2023-02-23 15:40:36

 

**সিনচিয়াংয়ের সৌন্দর্য

সিনচিয়াং যেন এক সুন্দর পেইন্টিং, যার উপজীব্য জীবন্ত দৃশ্যাবলী। এর সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে, এখানে আসতে করে প্রলুব্ধ। সিনচিয়াংয়ে আছে বিস্তীর্ণ মরুভূমি, বিশ্ববিখ্যাত বৌদ্ধ গুহা, সুমধুর কুরআন-পাঠ, লম্বা লম্বা পপুলাস ইউফ্রেটিকার বন, ‘থিয়ান শানে’-র বরফ ও তুষার যা কখনও গলে না।

এখানে আছে কানাসের রহস্যময় ও দীর্ঘ পৌরাণিক কাহিনী, আছে সবুজ মুক্তার মতো তুর্পান আঙ্গুর। এ সব যেন শতকণ্ঠে বলছে: এসো, দেখো, সুন্দর সিনচিয়াং।

সিনচিয়াং মানে ‘থিয়ান শান’ নামক তুষারাবৃত পাহাড়ের গভীরের পরিষ্কার-পরিচ্ছন্ন বন। এখানকার সবুজ ঘাস কার্পেটের মতো, এখানে পাখি গান গায়, শোনা যায় ঝরনার সমধুর শব্দ।  এখানে আছে গভীর উপত্যকা ও সাধারণ উপত্যকা; আছে  ‘চিয়ান নান’-এর সূক্ষ্ম ও সুন্দর দৃশ্য। এখানকার প্রাকৃতিক দৃশ্য যেন উত্তর-পশ্চিম চীনের রুক্ষ ও রাজকীয় দৃশ্য।

সিনচিয়াংয়ের পপুলাস ইউফ্রেটিকার বন সম্পর্কে একটি কথা প্রচলিত আছে। কথাটি এমন: হাজার বছরেও এই বন মারা যাবে না; মারা গেলেও পরবর্তী হাজার বছরে এর পতন হবে না; পতন হলেও, পরবর্তী হাজার বছরে এটি ক্ষয়প্রাপ্ত হবে না। আসলে, এই আপাত অদ্ভুত কথা দিয়ে এই বনের সৌন্দর্য ও বিশালতাকে প্রকাশ করা হয়েছে।

সিনচিয়াং চিরকাল একটি মার্জিত ও প্রাচীন এলাকা। এখানে প্রচুর সুস্বাদু তরমুজ ও ফলমূল জন্মায়। প্রাচীন রেশমপথের আরম্ভবিন্দু এই অঞ্চল, দাঁড়িয়ে আছে পশ্চিম চীনের সীমান্তে। বিশ্বের প্রাচীন সংস্কৃতি যেন এখানে এসে মিশেছে, টিকে আছে বিশ্বের বিস্ময়রূপে।

 

**সুন্দর উত্তর-পশ্চিম সীমান্ত

সিনচিয়াং সবসময় মানুষের মনকে বিগলিত করে। বিশাল মরুভূমি, তুষারাবৃত পর্বত, সুন্দর তৃণভূমি, সবুজ হ্রদ, ঘন পপুলাস ইউফ্রেটিকা বন সিনচিয়াংয়ের উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলকে দিয়েছে আলাদা মর্যাদা। এখানে রহস্য আছে, রোমাঞ্চ আছে, আছে আতিথেয়তার সৌন্দর্য।

 

**চীনের বৃহত্তম প্রদেশ

সিনচিয়াং চীনের উত্তর-পশ্চিম সীমান্তে অবস্থিত। এর আয়তন ১৬ লাখ ৬৪ হাজার ৯০০ বর্গকিলোমিটার, যা গোটা চীনের মোট আয়তনের ছয় ভাগের এক ভাগ। এটি চীনের বৃহত্তম প্রদেশ।

সিনচিয়াং দক্ষিণ ও পূর্ব দিকে তিব্বত, ছিংহাই ও কানসু’র সঙ্গে সংলগ্ন। এর নিকটবর্তী দেশগুলো হচ্ছে রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, মঙ্গোলিয়া, পাকিস্তান ও ভারত। চীনের সীমান্তরেখার বিচারে সিনচিয়াং সবচেয়ে লম্বা প্রদেশও বটে। এর সীমান্তের মোট দৈর্ঘ্য ৫৬৪৯ কিলোমিটার, যা চীনের মোট ভূমি-সীমান্তের চার ভাগের এক ভাগ।

সিনচিয়াং ইউরেশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত, যা সমুদ্র থেকে দূরে। এখানকার ভৌগোলিক পরিবেশ অনন্য; জলবায়ু অনন্য। এখানে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি, যার নাম ‘তকলমাকান মরুভূমি’। এটি বিশ্বের সর্বোচ্চ মরুভূমিও বটে। এখানে আছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ ‘শোগোরি’  (Chogori), যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৬১১ মিটার উঁচুতে অবস্থিত। এটি কারাকোরাম পর্বতমালার প্রধান শৃঙ্গ। সিনচিয়াংয়ে বিস্তীর্ণ তৃণভূমি এবং উর্বর মরূদ্যান রয়েছে।

সিনচিয়াংয়ে অনেক নদ-নদী আছে। এর মধ্যে ইরটিস নদীর (irtysh river) নাম উল্লেখ করা যায়। এটি একটি আন্তর্জাতিক নদী। এ নদী চীন, রাশিয়া, ও কাজাখস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য ২৬৪০ মাইল। সিনচিয়াংয়ে আছে অনেক হ্রদ। সিনচিয়াংয়ে ছোট-বড় নদীর সংখ্যা ৫৭০টি, হ্রদের সংখ্যা ২৮০টি। এখানে লবণাক্ত পানির হ্রদ বেশি। সর্বোচ্চ হ্রদ বোস্টেন হ্রদ।(ওয়াং হাইমান/আলিম/ছাই)