‘নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি’ স্থগিত করার প্রস্তাব দিয়েছে রুশ সংসদ
2023-02-23 19:34:28


ফেব্রুয়ারি ২৩: রুশ ফেডারেল কমিশনের সংসদীয় প্রতিনিধি পরিষদে গতকাল (বৃহস্পতিবার) ‘নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি’ স্থগিত করার বিষয়ে প্রস্তাব পেশ করা হয়েছে। চুক্তি পুনরুদ্ধার কবে হবে, তা রুশ প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

 

২০১০ সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ‘নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষর করে এবং ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি তা কার্যকর হয়। এর মেয়াদ ছিল ১০ বছর।

(রুবি/তৌহিদ/লাবণ্য)