চীনের বিশেষ দূত ‘দ্য নোবেল সাসটেইনেবিলিটি ট্রাস্টের’ টেকসই উন্নয়নসংক্রান্ত বিশেষ অবদানের পুরস্কার পেলেন
2023-02-23 17:27:34

ফেব্রুয়ারি ২৩: মঙ্গলবার ‘দ্য নোবেল সাসটেইনেবিলিটি ট্রাস্টের’ চেয়ারম্যান পিটার নোবেল ঘোষণা করেন যে, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের বৈশ্বিক শিল্পে মহান অবদানের জন্য জলবায়ু পরিবর্তন-বিষয়ক চীনের বিশেষ দূত সিয়ে চেন হুয়াকে প্রথম টেকসই উন্নয়নসংক্রান্ত বিশেষ অবদানে পুরস্কার দেওয়া হলো।

 

ভিডিও ভাষণে সিয়ে চেন হুয়া বলেন, উন্নয়ন, জীবিকা, দারিদ্র্য হ্রাস এবং পরিবেশ সুরক্ষাসহ নানা বিষয়ে চীনকে বহু বছর ধরে শিল্পায়ন ও নগরায়নের রাস্তা দিয়ে যেতে হবে। তা ছাড়া, অল্প সময়ের মধ্যে দূষণ নির্গমন নিয়ন্ত্রণ ও হ্রাস করতে হবে। কার্বন নিঃসরণের চূড়ান্ত অবস্থা থেকে কার্বন নিরপেক্ষতা অর্জন পর্যন্ত চীনের সম্মুখীন অসুবিধাগুলো কল্পনাতীত। চীনা নেতৃবৃন্দ দূরদৃষ্টিসম্পন্ন; তারা প্রথম দিকেই স্পষ্ট করে দিয়েছে যে, আগে দূষণ রোধ- পরে শাসনের পথ অনুসরণ করা উচিত নয়। তারা সক্রিয়ভাবে টেকসই উন্নয়নের পথ অন্বেষণ করেছেন এবং অ্যাসিড বৃষ্টি, বালিঝড় এবং নদী অববাহিকা ও শহরে বায়ু দূষণ মোকাবিলা করেছেন। ফলে অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

 

তিনি বলেন, বহু বছর ধরে তিনি পরিবেশ সুরক্ষা, সম্পদ সংরক্ষণ, চক্রাকার অর্থনীতি, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কাজ করছেন। তিনি টেকসই উন্নয়ন এবং পরিবেশগত সভ্যতার ধারণা থেকে অনুশীলনের প্রক্রিয়া অনুভব করেছেন। চীনের অনুশীলনে দেখা যায় যে, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার পদক্ষেপ অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে না; বরং, নতুন প্রবৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। পাশাপাশি, গুণগতমানের উন্নয়ন ও দক্ষতা বাড়াতে পারে।

লিলি/তৌহিদ/রুবি