চীন ও রাশিয়ার সম্পর্ক পরিপক্ব ও দৃঢ়: চীনা মুখপাত্র
2023-02-23 18:31:41

ফেব্রুয়ারি ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং চীনের বিদেশবিষয়ক কর্ম-কমিশনের পরিচালক ওয়াং ই’র রাশিয়া সফরের অবস্থা তুলে ধরেছেন।

 

তিনি বলেন, সফরকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ওয়াং ই সাক্ষাত্ করেন। তা ছাড়া, ওয়াং ই রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং রাশান ফেডারেল নিরাপত্তা সম্মেলনের সচিবের সঙ্গেও বৈঠক করেছেন।

ওয়াং ই বলেন, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি জটিল হলেও চীন-রাশিয়া সম্পর্ক পরিবর্তনশীল পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। চীন ও রাশিয়ার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক কখনোই তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়, তৃতীয় পক্ষের প্রভাবে প্রভাবিত হবে না; এমনকি তৃতীয় পক্ষের বলপ্রয়োগ সহ্যও করবে না।

 

চীন ও রাশিয়ার বরাবরই সত্যিকার বহুপক্ষবাদের পক্ষে এবং তা অনুসরণ করে আসছে। দেশ দুটি একতরফাবাদ ও আধিপত্যবাদী আচরণের বিরোধিতা করে, দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা করে, দেশের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অনুসন্ধান করে এবং অব্যাহতভাবে নানা ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খুঁজে বের করে।

মুখপাত্র বলেন, উভয় দেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক বহুপাক্ষিক ব্যবস্থায় সহযোগিতা জোরদার করা, যৌথভাবে সত্যিকার বহুপক্ষবাদ অনুসরণ করা, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি রক্ষা করা এবং দৃঢ়ভাবে আধিপত্যবাদ ও গ্রুপের সংঘর্ষের বিরোধিতার ক্ষেত্রে একমত হয়েছে।

লিলি/তৌহিদ/রুবি