চীনের মূলভূভাগ ও তাইওয়ানের সঙ্গে পরামর্শ ব্যবস্থা বন্ধ করার বিষয়ে চীনা মুখপাত্রের জবাব
2023-02-23 13:48:20

ফেব্রুয়ারি ২৩: গতকাল (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান-বিষয়ক কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র চু ফেং লিয়ান সংবাদদাতার প্রশ্নোত্তরে বলেন, তাইওয়ান প্রণালীর দু’পারের সম্পর্ক সমিতি এবং তাইওয়ান প্রণালীর বিনিময় তহবিলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ছয় বছরেরও বেশি সময় বন্ধ করা হয়েছে, এর মূল কারণ সবাই জানে।

সংবাদদাতা তাইওয়ান প্রণালীর বিনিময় তহবিলের নতুন প্রধান লি তা ওয়ের কথা উদ্ধৃত করে বলেন, চীনের মূলভূভাগ ও তাইওয়ানের সঙ্গে বিনিময় ব্যবস্থা গঠন করা সহজ ব্যাপার নয়। চীনের দুই অধিবেশন চলাকালে পারস্পরিক যোগাযোগ পুনরুদ্ধার করতে আগ্রহী হয় তাইওয়ান প্রণালী বিনিময় তহবিল। এ সম্পর্কে চীনা মুখপাত্র চু বলেন, দু’পক্ষের আদান-প্রদান ব্যবস্থা টানা ৬ বছরেরও বেশি সময় বন্দ করা হয়েছে। চীনের মতাধিষ্ঠান স্পষ্ট ও ধারাবাহিক। তাইওয়ান প্রণালী বিনিময় তহবিল কেবল ‘৯.২ মতৈক্য’ আর ‘একচীন নীতির’ অভিন্ন রাজনৈতিক ভিত্তি মেনে নিলে এ পরামর্শ ব্যবস্থা পুনরুদ্ধার করা সম্ভব।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)