আন্তরিকতার মাধ্যমে ভুল বিষয় ঠিক করতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ
2023-02-22 18:21:18

ফেব্রুয়ারি ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেনের ভিত্তিহীন মন্তব্য খণ্ডন করেছেন। আন্তরিকতা দেখিয়ে ভুল বিষয় ঠিক করা এবং রাষ্ট্রশক্তির অপব্যবহারের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি সমাধান করার জন্য যুক্তরাষ্ট্রকে তাগিদ দেন তিনি।

মুখপাত্র বলেন, চীন বারবার স্পষ্টভাবেই জানিয়েছে যে, চীনের বেসামরিক মানবহীন বেলুন ‘অপ্রতিরোধ্য কারণে’ মার্কিন আকাশসীমায় গেছে। চীন বারবার যুক্তরাষ্ট্রকে যুক্তিসঙ্গত, শান্তিপূর্ণ ও পেশাদারি আচরণ করার পরামর্শ দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র বাস্তবতা উপেক্ষা করে ‘গুপ্তচর বেলুনের’ মিথ্যাচার করেছে। প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে উন্নত যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক এয়ারশিপ ভূপাতিত করা হয়। যা শক্তির শতভাগ অপব্যবহার এবং আন্তর্জাতিক নিয়ম ও প্রাসঙ্গিক আন্তর্জাতিক কনভেনশনের গুরুতর লঙ্ঘন। অনুশোচনার পরিবর্তে যুক্তরাষ্ট্র চীনের মুখে কালি লেপন করছে, চীনা কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে এবং পরিস্থিতি উত্তেজনাময় করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন অন্যায্য কথা বলেছেন এবং সাদাকে কালো বলে চালিয়ে দিচ্ছেন। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র হল এক নম্বর সাম্রাজ্যবাদী শক্তি, যা অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং অন্য দেশে ইচ্ছামত নজরদারি করে। চীন যুক্তরাষ্ট্রের জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং বহুবার সেদেশকে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

লিলি/তৌহিদ