বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে দূষণমুক্ত ও সুন্দর বিশ্ব প্রতিষ্ঠা করবে চীন: মুখপাত্র
2023-02-22 10:38:07

ফেব্রুয়ারি ২২: চীন বিভিন্ন দেশের সঙ্গে ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে, আরও দূষণমুক্ত ও সুন্দর বিশ্ব প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাবে। গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

২০২২ সালে চীনের পরিবেশের গুণগত মান উন্নত হওয়াসংক্রান্ত এক খবর প্রসঙ্গে মুখপাত্র বলেন, বর্তমানে সবুজ উন্নয়ন একটি বৈশ্বিক প্রবণতা। চীন বিশ্বে সবার আগে ভূমির অবক্ষয় বৃদ্ধির হার শূন্যে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।

মুখপাত্র আরও বলেন, ২০০০ সাল থেকে বিশ্বে নতুন করে সবুজায়িত ভূমির এক-চতুর্থাংশই চীনে অবস্থিত। চীনের সবুজ উন্নয়নের পথে ইতিবাচক ফল অর্জিত হয়েছে, যা বৈশ্বিক পরিবেশ আরও উন্নত করতে এবং জলবায়ু পরিবর্তনের কুফল মোকাবিলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। (প্রেমা/আলিম/ছাই)