মধ্য-আফ্রিকাকে আরও সাহায্য দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি চীনের আহ্বান
2023-02-22 14:19:00

ফেব্রুয়ারি ২২: মধ্য-আফ্রিকাকে আরও বেশি সাহায্য-সহযোগিতা দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই পিং। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মধ্য-আফ্রিকান প্রজাতন্ত্রের সমস্যাবিষয়ক এক সভায় তিনি এ আহ্বান জানান।

তাই পিং বলেন, বর্তমানে মধ্য-আফ্রিকা গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে রয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক সমাজের উচিত সাহায্য-সহযোগিতা বাড়ানো।

তিনি বলেন, শান্তিচুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। গত বছর দেশের ৪টি সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা হয়। অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকেও রাজনৈতিক সংলাপ ও নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার মধ্যে আনতে হবে।

চীনের প্রতিনিধি বলেন, মধ্য-আফ্রিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশটির ওপর থেকে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে, যাতে দেশটির নিরাপত্তা রক্ষার দক্ষতা উন্নত হতে পারে।

তিনি আরও বলেন, মধ্য-আফ্রিকাকে উন্নয়ন ও পুনর্গঠনে সমর্থন দিতে হবে। চীন মধ্য-আফ্রিকার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও বেশি সাহায্য দেবে।  

(তুহিনা/আলিম/রুবি)