জাপান থেকে চীনে ফিরেছে পান্ডা ‘সিয়াংসিয়াং’
2023-02-22 10:29:58

ফেব্রুয়ারি ২২: গতকাল (মঙ্গলবার) সকালে, জাপানের টোকিও উয়েনো চিড়িয়াখানায় ৫ বছর জীবন কাটিয়ে, পান্ডা ‘সিয়াংসিয়াং’ বিশেষ বিমানযোগে চীনে ফিরে আসে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন ও জাপানের মধ্যে পান্ডা সংরক্ষণ নিয়ে গবেষণা ও সহযোগিতা অব্যাহত থাকবে। ‘সিয়াংসিয়াং’-এর মতো পান্ডারা দু’দেশের জনগণের মৈত্রী জোরদারে আরও বেশি ভুমিকা রাখবে এবং জাপানি বন্ধুরা চীনে এসে আবারও ‘সিয়াংসিয়াং’-কে দেখার সুযোগ পাবেন।

চীনা মুখপাত্র ওয়াং আরও বলেন, দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে, পান্ডা ‘সিয়াংসিয়াং’-এর ২০১৯ সালেই চীনে ফিরে আসার কথা ছিল, কিন্তু কোভিড মহামারীর কারণে তার দেশে ফেরার দিনক্ষণ পিছিয়ে যায়।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘সিয়াংসিয়াং’ জন্মগ্রহণ করে। (সুবর্ণা/আলিম/রুবি)