মৌলিক গবেষণা জোরদার করে বিজ্ঞান-প্রযুক্তির স্বনির্ভরতা ও আত্মশক্তির ভিত্তি সুসংবদ্ধ করার নির্দেশনা দিয়েছেন সি চিন পিং
2023-02-22 16:15:10


ফেব্রুয়ারি ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) বিকেলে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর তৃতীয় সম্মিলিত অধ্যয়নে যোগ দেন। এসময় তিনি মৌলিক গবেষণা জোরদার করে বিজ্ঞান-প্রযুক্তির স্বনির্ভরতা ও আত্মশক্তির ভিত্তি সুসংবদ্ধ করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, মৌলিক গবেষণা উচ্চ পর্যায়ের স্বনির্ভরতা ও আত্মশক্তি বাস্তবায়ন এবং বিশ্বের বিজ্ঞান-প্রযুক্তি খাতের শক্তিশালী দেশ গড়ার অবিচ্ছেদ্য পথ। সিপিসি’র বিভিন্ন স্তরের কমিটি ও সরকারের উচিত মৌলিক গবেষণাকে বিজ্ঞান-প্রযুক্তি কার্যক্রমে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া এবং নীতিগত সমর্থন ও সমন্বয় জোরদার করে মৌলিক গবেষণার গুণগত মান উন্নত করা।

 

বেইজিং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চীনের বিজ্ঞান একাডেমিক অধ্যাপক কোং ছি হুয়াং এ বিষয়ে পরামর্শ দিয়েছেন। এতে পলিট ব্যুরোর সদস্যরাও আলোচনা করেছেন।

  আলোচনার পর সি চিন পিং বলেন, সিপিসি ও দেশ বরাবরই মৌলিক গবেষণার ওপর গুরুত্ব দেয়। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা, বিশেষ করে সংস্কার ও উন্মুক্তকরণের নীতি প্রণয়নের পর থেকে চীনের মৌলিক গবেষণাকাজে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। বর্তমানে নতুন দফা বৈজ্ঞানিক বিপ্লব এবং শিল্প সংস্কার চলছে, বিভিন্ন বিষয়ে সংমিশ্রিত উন্নতি হচ্ছে। বিজ্ঞান-প্রযুক্তি এবং আর্থ- সামাজিক উন্নয়নের মিশ্রণ দ্রুততর হচ্ছে। আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা, উচ্চ পর্যায়ের স্বনির্ভরতা ও আত্মশক্তি জোরদার করা, নতুন উন্নয়নের অবকাঠামো বেগবান করা এবং গুণগত মানসম্পন্ন উন্নয়ন সাধনে মৌলিক গবেষণা জোরদার করতে হবে এবং উত্স ও মূল স্তরের নির্ণায়ক প্রযুক্তি উন্নত করতে হবে।

(রুবি/তৌহিদ/লাবণ্য)