বাইডেনের কিয়েভ সফরে রাশিয়া কোনো নিরাপত্তার নিশ্চয়তা দেয়নি
2023-02-22 18:20:04

ফেব্রুয়ারি ২২: গতকাল (মঙ্গলবার) রাশিয়ান স্যাটেলাইট নিউজ এজেন্সি জানায় যে, রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধান আলেকজান্ডার বোল্টনিকভ বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কিয়েভে সফরের বিষয়ে মস্কোকে অবহিত করেছে; কিন্তু রাশিয়া বাইডেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেয় নি।

২০ ফেব্রুয়ারি বাইডেন ইউক্রেনের রাজধানী কিয়েভে আকস্মিক সফরে যান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। অ্যাসোসিয়েটেড প্রেস হোয়াইট হাউসের উদ্ধৃতি দিয়ে বলেছে যে, বাইডেনের ইউক্রেন সফরের আগে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছিল, যাতে উভয় পক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষ এড়ানো যায়।

লিলি/তৌহিদ/রুবি