যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত দেশ ইউক্রেনের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী
2023-02-22 19:07:52


ফেব্রুয়ারি ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বুধবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রসহ ন্যাটো দেশ ইউক্রেন যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে। তবে এখন তারা চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে বলে গুজব ছড়াচ্ছে। এই কৌশল ইউক্রেন সংকটের শুরুতে ব্যবহার করা হয়েছে এবং উন্মোচন করা হয়েছে।

ওয়াং ওয়েন বিন বলেন, ইউক্রেন ইস্যুতে চীন সবসময় শান্তির পক্ষে এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত সমস্যা সমাধানের চেতনায় অবিচল রয়েছে। চীন ন্যায্য অবস্থান মেনে চলে শান্তি আলোচনা বাস্তবায়ন করার চেষ্টা করছে।

ওয়াং ওয়েন বিন আরও বলেন, ন্যাটো একদিকে নিজেকে আঞ্চলিক ও প্রতিরক্ষামূলক জোট হিসেবে আখ্যায়িত করে, অন্যদিকে নানা পক্ষের নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করে সংঘর্ষ উস্কে দেয়, উত্তেজনা সৃষ্টি করে। ইউক্রেন ইস্যুতে চীনের বিরুদ্ধে ন্যাটোর অযৌক্তিক জল্পনা ও মানহানি বন্ধ করে ইউরোপ ও বিশ্বশান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখার আহ্বান জানায় চীন।

(শিশির/তৌহিদ/রুবি)