জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উন্নতির বিষয়ে চীনের অবস্থান তুলে ধরেছেন চীনা প্রতিনিধি
2023-02-22 17:37:47

ফেব্রুয়ারি ২২: জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি তাই বিং গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ সাধারণ পরিষদের শান্তিরক্ষা সংক্রান্ত বিশেষ কমিটির সাধারণ বিতর্কে অংশ নিয়েছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উন্নতির বিষয়ে চীনের অবস্থান তুলে ধরেছেন।

তাই বিং বলেন, শান্তিরক্ষা কার্যক্রম আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমানে নানা বৈশ্বিক চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। একতরফাবাদ, স্নায়ুযুদ্ধের মানসিকতা এবং গুণ্ডামি আচরণ বিশ্বশান্তি নষ্ট করছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় অনিশ্চয়তা বাড়ছে। এ অবস্থায় ‘শান্তিরক্ষার জন্য অ্যাকশন প্লাস’ উদ্যোগ বাস্তবায়ন করা, শান্তিরক্ষা কার্যক্রমের উন্নতি অব্যাহত রাখা এবং শান্তিরক্ষা কার্যক্রমের ভূমিকা আরো ভালোভাবে পালন করা প্রয়োজন। প্রথমত, শান্তিরক্ষা কার্যক্রমের সামগ্রিক পরিকল্পনা জোরদার করতে হবে। দ্বিতীয়ত, শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, শান্তিরক্ষীদের অংশীদারিত্ব জোরদার করতে হবে।

 

তাই বিং বলেন, চীন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রধান সেনা পাঠানো রাষ্ট্র এবং শান্তিরক্ষায় দ্বিতীয় বৃহত্তম অবদানকারী দেশ। চীন জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থায় দৃঢ়ভাবে সমর্থন করে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় আরও বেশি অবদান রাখতে চায়।

লিলি/তৌহিদ/রুবি