দু’তীরের যাত্রীবাহী বিমানের সরাসরি চলাচল পুনরুদ্ধার করতে ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টিকে মূল-ভূভাগের আহ্বান
2023-02-22 18:54:40

ফেব্রুয়ারি ২২: আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান-বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চু ফোং লিয়েন বলেন, মূল ভূখণ্ড তাইওয়ান প্রণালীর দু’তীরের এয়ারলাইন্স সংস্থাগুলোর মধ্যে ফ্লাইট উল্লেখযোগ্যভাবে বাড়াতে দৃঢ় সমর্থন জানায়। ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত, দু’তীরে মোট ২১৪টি যাত্রীবাহী ফ্লাইট যাতায়াত করেছে। তবে এই পরিমাণ দু’তীরের জনগণের চাহিদা পূরণ করতে পারছে না।

 

বিশেষ করে ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষের একতরফা নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে বর্তমানে শুধু বেইজিং, শাংহাই, সিয়ামেন ও ছেংতু এ চারটি রুটে সরাসরি বিমান চলে এবং দু’তীরের চলাফেরার ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। মুখপাত্র আরো বলেন, বর্তমানে মূল-ভূভাগের মহামারী ভালোভাবে নিয়ন্ত্রণে এসেছে। ডেমোক্র্যাটিক প্রগ্রোসিভ পার্টি দু’তীরের জনকল্যাণের কথা বিবেচনা করে দ্রুত নিষেধাজ্ঞা বাতিল করবে এবং দু’তীরের সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল স্বাভাবিক করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

লিলি/তৌহিদ/রুবি