চলতি বছর অবসরপ্রাপ্তদের এক হাজার দৃষ্টান্তমূলক কমিউনিটি গঠন করা হবে
2023-02-22 16:19:42

ফেব্রুয়ারি ২২: চলতি বছর চীনে অবসরপ্রাপ্তদের এক হাজার দৃষ্টান্তমূলক কমিউনিটি গঠন করা হবে। সম্প্রতি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন, জাতীয় অবসরপ্রাপ্তদের কার্যালয়ের প্রকাশিত ‘২০২৩ সালে চীনের জাতীয় দৃষ্টান্তমূলক অবসরপ্রাপ্তদের কমিউনিটি গঠন’ শীর্ষক প্রজ্ঞাপনে এ তথ্য দেওয়া হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন স্থানে অবসরপ্রাপ্তদের বসবাসের পরিবেশ সুবিন্যাস করতে হবে, যাতে তাদের দৈনিক যাতায়াতে সুবিধা দেওয়া যায় এবং তাদের মানসিক সাংস্কৃতিক জীবন সমৃদ্ধ করা যায়। নবনির্মাণ, সংস্কার ও ভাড়াসহ নানা উপায়ে কমিউনিটির পেনশন সেবার সক্ষমতা বাড়ানো হবে। রাস্তায় বাধাহীন নির্মাণকাজ জোরদার করা হবে। অবসরপ্রাপ্তদের বাড়িতে মেঝে ও বাথরুমসহ নানা জায়গার সংস্কার করা হবে এবং জীবনের ঝুঁকি কমিয়ে আনা হবে।

 

চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা চলাকালে নিখিল চীনে ৫ হাজার অবসরপ্রাপ্তদের জন্য দৃষ্টান্তমূলক কমিউনিটি গঠন করা হবে। ২০৩৫ সালের শেষ নাগাদ সারা চীনের জেলখানার সব কমিউনিটি অবসরপ্রাপ্তদের জন্য বন্ধুত্বপূর্ণ কমিউনিটির মানদণ্ডে পৌঁছাবে।

(রুবি/তৌহিদ/লাবণ্য)