নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণ কোনো দুর্ঘটনা নয়, বরং মনুষ্য-সৃষ্ট ঘটনা: চীন
2023-02-22 19:01:27

ফেব্রুয়ারি ২২: অধিকতর তথ্য প্রমাণ করেছে যে, নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণ কোনো দুর্ঘটনা নয়, বরং মনুষ্য-সৃষ্ট ঘটনা। আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেছেন।

ওয়াং ওয়েন বিন বলেন, নর্ড স্ট্রিম পাইপলাইন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জ্বালানি পরিবহণ পাইপ। এর বিস্ফোরণ বিশ্ব জ্বালানি বাজার ও পরিবেশের ওপর গুরুতর কুপ্রভাব ফেলেছে। ইউরোপীয় দেশগুলোর শিল্পপ্রতিষ্ঠান ও পরিবারের জন্য শীতকালে জ্বালানি সংকট সৃষ্টি করেছে ঘটনাটি। তাই চীন মনে করে, এ ঘটনার বলিষ্ঠ, সমতাসম্পন্ন ও পেশাদার তদন্ত চালানো উচিত। বৃহত্তম কর্তৃত্ব হিসেবে জাতিসংঘের উচিত- আন্তর্জাতিক তদন্তে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করা। এ প্রসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া। তাতে স্বাগত জানায় চীন।

ওয়াং ওয়েন বিন আরও বলেন, নর্ড স্ট্রিম বিস্ফোরণ শুধু অর্থনীতির বিষয় নয়, বরং গণজীবিকা ও রাজনীতিরও বিষয়। যা ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত। বিশেষ করে ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে; এতে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে এবং বৈরিতা সৃষ্টি হয়েছে।

(রুবি/তৌহিদ/লাবণ্য)