যুক্তরাষ্ট্র ও রাশিয়ার গঠনমূলক বৈঠকের মাধ্যমে মতভেদ দূর করার প্রত্যাশা করে চীন
2023-02-22 19:18:05

ফেব্রুয়ারি ২২: যুক্তরাষ্ট্র ও রাশিয়া গঠনমূলক বৈঠকের মাধ্যমে মতভেদ দূর করবে বলে আশা করে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।

জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (মঙ্গলবার) ‘নতুন অস্ত্র হ্রাস চুক্তি’ পালন বন্ধ করেছেন।

এ প্রসঙ্গে ওয়াং ওয়েন বিন বলেন, ‘নতুন অস্ত্র হ্রাস চুক্তি’ হলো বর্তমান শতাব্দীতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পৌঁছানো সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এবং দু’দেশের মধ্যে একমাত্র অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। এ চুক্তি বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা, আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি বৃদ্ধি, পরমাণুমুক্ত বিশ্ব বাস্তবায়নের জন্য তাত্পর্যপূর্ণ। দু’দেশকে মতভেদ দূর করে সুষ্ঠুভাবে ওই চুক্তি পালন করার আহ্বান জানায় চীন।

(রুবি/তৌহিদ/লাবণ্য)