নর্ড স্ট্রিম পাইপলাইন ধ্বংসের ঘটনার বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রয়োজন: চীনা প্রতিনিধি
2023-02-22 16:12:45

ফেব্রুয়ারি ২২: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদে নর্ড স্ট্রিম পাইপলাইন ধ্বংসের ঘটনা বিষয়ক একটি পর্যালোচনা সভায় বক্তব্য দেন। তিনি বলেছেন, নর্ড স্ট্রিম গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক অবকাঠামো ও জ্বালানি পরিবহন ধমনী। গেল সেপ্টেম্বরে পাইপলাইন ধ্বংসের ঘটনা বিশ্বের জ্বালানি বাজার ও প্রাকৃতিক পরিবেশের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে। অনেক প্রমাণ থেকে দেখা যায় যে ওই দুর্ঘটনা মানবসৃষ্ট। গেল সেপ্টেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত সম্মেলনে অনেক দেশ ওই ঘটনার তদন্ত করার দাবি জানায়। এটা চীনের অবস্থান। চীন যত দ্রুত সম্ভব তদন্তকাজে সমর্থন জানায়।

 

বিশ্বায়নের যুগে বিভিন্ন দেশের মধ্যে জ্বালানি, পরিবহন ও টেলিযোগাযোগ খাতে সহযোগিতা দিন দিন জোরদার হচ্ছে। আন্তর্জাতিক অবকাঠামোর উপর ইচ্ছাকৃত ধ্বংসযজ্ঞ খারাপ আচরণ। অপরাধী চিহ্নিত করতে না পারলে ভুল সংকেত পাবে ষড়যন্ত্রকারীরা। জাতিসংঘ কর্তৃত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা হিসেবে তদন্ত করা ও অবকাঠামো রক্ষায় ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে পারে।

 

চীন আশা করে, সংশ্লিষ্ট পক্ষ দুর্ঘটনার আরও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দেবে। চীনের এ দাবি সম্পূর্ণ যৌক্তিক ও বৈধ।

(শিশির/তৌহিদ/রুবি)