‘আমাকে ভালোবাসা খুব সহজ’
2023-02-22 09:18:00

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই চিয়া ইং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

হান সুয়েই, ১৯৮৩ সালের ১১ জানুয়ারি চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী এবং অভিনেত্রী।

 

২০০৪ সালের ১৫ অক্টোবর, হান সুয়েই’র প্রথম অ্যালবাম ‘তুষার পড়া’ প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে তাঁর সংগীতজগতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

 

বন্ধুরা, এখন শুনুন হান সুয়েই-এর কণ্ঠে ‘আমাকে ভালোবাসা খুব সহজ’ গানটি। গানের কথায় বলা হয়: কাঁচের শহরের সূর্যাস্ত, প্রেমের ফুলকি ছড়ায়। সবচেয়ে দ্রুত গতির এলিভেটরে উঠি। মিষ্টি মুহূর্তের হিসাব করি। এটাই হল আমার ছোট স্বর্গ। রাস্তা থেকে ভেসে আসে পরিচিত কফির সুগন্ধ। আমাকে ভালোবাসা খুব সহজ। শুধুই তোমার একটি কথা। পথ খুব দীর্ঘ হলেও, স্বপ্ন লম্বা হলেও, আমি তোমার পাশে থাকতে চাই। পর মুহূর্তে কি হবে, তোমাকে ছাড়া, জীবনের দিকগুলো হারিয়ে যায়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হান সুয়েইয়ের কণ্ঠে ‘পুতুল’ নামের গানটি। গানের কথাগুলো এমন: তুমি কেন সবসময় সেখানে বসে আমাকে দেখো। এত সুন্দর চোখ কখনই আত্মগোপন করে না। সে কি তোমাকে পাঠিয়ে আমার রক্ষা করবে? কেন তুমি সবসময় আমার নজরে পড়ো। যেন আমি তোমার আকর্ষণ থেকে পালিয়ে যেতে পারি না। তোমার মিষ্টি হাসি, আমাকে স্মৃতির জগতে নিয়ে যায়। তোমার দেওয়া পুতুল, ছোট মুখ বড় চোখ। তোমার দেয়া পুতুল, প্রতিদিনের হাসি।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এবারে শুনুন হান সুয়েই-এর গান ‘সবচেয়ে কাছের জায়গা’। গানের কথাগুলো এমন: আর অস্থিরতা নেই, আসল প্রেম এরকমই হয়। তারা বলে, পরস্পরকে ভালোবাসার আন্তরিকতা, নিশ্চয় একই সঙ্গে শুভকামনার পথে এগিয়ে যাবে। তোমার সুন্দর চেহারা, তখন আমি অনুভব করতে পারতাম না। আমি চাই, সবচেয়ে ঠান্ডা শীতের রাতে, তুমি আমার পাশে আমরা স্বপ্নের সবচেয়ে কাছে থাকো। যদি আবার শুরু করতে পারি, আমি নিশ্চয় আরো সাহসী হবো। আমরা একসাথে প্রেমের সবচেয়ে কাছে গিয়ে দাঁড়াই, সমুদ্রের পানে গান গাই।

আচ্ছা, শুনুন গানই।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেয়ার আগে আপনাদের শোনাবো হান সুয়েই-এর গাওয়া আরেকটি গান, গানের নাম ‘একাকী টিকিট’, আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হান সুয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)