‘নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি’-র কার্যকারিতা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিলেন পুতিন
2023-02-22 10:29:09

ফেব্রুয়ারি ২২: যুক্তরাষ্ট্রের সাথে ২০১০ সালে করা ‘নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি’-র কার্যকারিতা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) স্টেট অফ দা ইউনিয়ন ভাষণে চুক্তিতে অংশগ্রহণ করা থেকে সাময়িকভাবে বিরত থাকার এ ঘোষণা দেন।

পুতিন বলেন, যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করে, তাহলে রাশিয়াও একই কাজ করবে। তবে, এ ব্যাপারে আগেভাগে কিছু করবে না মস্কো।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তিরই উচিত নয় বিপজ্জনক কিছু করা। এতে বিশ্বের কৌশলগত ভারসাম্য নষ্ট হবার আশঙ্কা প্রবল।

উল্লেখ্য, ২০১০ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘নিউ স্টার্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১১ সালে কার্যকর হওয়া এ চুক্তির মেয়াদ ছিল ১০ বছর। পরে, ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি দু’দেশ চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। (সুবর্ণা/আলিম/রুবি)