মস্কোয় চীন-রাশিয়া কৌশলগত নিরাপত্তাবিষয়ক সভা অনুষ্ঠিত
2023-02-22 14:18:27

ফেব্রুয়ারি ২২: স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) মস্কোতে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনা কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশন কার্যালয়ের পরিচালক ওয়াং ই, রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব পাত্রুশেভের সঙ্গে, চীন-রাশিয়া কৌশলগত নিরাপত্তা পরামর্শব্যবস্থার আওতায় এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে তাঁরা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তাঁরা যৌথভাবে বহুপক্ষবাদ অনুসরণের এবং সবধরনের একতরফাবাদের বিরোধিতার করার ব্যাপারে একমত হন।

 আলোচনায় দু’পক্ষ বহুপাক্ষিক কাঠামোর মধ্যে সহযোগিতা জোরদার করতে এবং বৈশ্বিক পরিচালনাব্যবস্থার উন্নয়নে যৌথভাবে কাজ করার ব্যাপারেও একমত হয়। দু’পক্ষ মনে করে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা দৃঢ়ভাবে রক্ষা করা এবং স্নায়ুযুদ্ধের মানসিকতা, গোষ্ঠী সংঘর্ষ ও আদর্শিক সংঘাতের বিরোধিতা করা উচিত। বৈঠকে ইউক্রেন সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। 

(তুহিনা/আলিম/রুবি)