চীন-রাশিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য
2023-02-21 19:06:12

ফেব্রুয়ারি ২১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীন-রাশিয়া সম্পর্কে মার্কিন হস্তক্ষেপ, রাশিয়া ও চীন কখনও মানবে না।

 

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, রাশিয়াকে যদি চীন ‘প্রচণ্ড সহায়তা’ দেয়, তার ফলাফল কেমন হবে- তা চীন জানে। এ প্রসঙ্গে ওয়াং ওয়েন বিন বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে বৃহত্তম অস্ত্রদাতা দেশ এবং সোমবার যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৫০ কোটি ডলার সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে। এখন যুক্তরাষ্ট্র অসত্ উদ্দেশ্যে চীনের অস্ত্র দেওয়ার মিথ্যা গুজব ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্র মুখে মুখে শান্তি রক্ষার কথা বলে; তবে, তারা যুদ্ধ থেকে লাভবান হয়। আফগানিস্তানের শেষ অবস্থা পর্যন্ত লড়াই করেছিল যুক্তরাষ্ট্র। এখন দেশটি ইউক্রেনের কোন পর্যন্ত যুদ্ধ চায়- এমন প্রশ্ন করেছেন চীনা মুখপাত্র।

 

ওয়াং ওয়েন বিন আরও বলেন, চীন-রাশিয়া সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। যুক্তরাষ্ট্রের উচিত্ নিজের কাজ সম্পর্কে চিন্তাভাবনা করা এবং ইউক্রেন পরিস্থিতির অবনতি রোধ করা।

(শিশির/তৌহিদ/রুবি)