গ্রিক পণ্ডিতদের জবাবি চিঠি দিয়েছেন সি চিন পিং
2023-02-21 16:43:13

ফেব্রুয়ারি ২১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এথেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভিলভিদাকিসসহ অন্যান্য গ্রিক পণ্ডিতদের জবাবি চিঠি দিয়েছেন। জনাব সি চীন ও গ্রিসের সভ্যতার পারস্পরিক শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার জন্য অভিনন্দন জানিয়েছেন।

প্রেসিডেন্ট সি বলেন, চীনা সভ্যতার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং প্রাচীন গ্রিক সভ্যতার সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। দুই হাজার বছরেরও বেশি সময় আগে চীন ও গ্রিসের দুটি মহান সভ্যতা ইউরেশিয়া মহাদেশের উভয় প্রান্তে একে অপরের পরিপূরক ছিল, যা মানবসভ্যতার বিবর্তনে মৌলিক অবদান রেখেছিল। এখন চীন ও গ্রিসের সভ্যতা পারস্পরিক শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছে এবং চীনা ও গ্রিক সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার প্রচার করছে। পাশাপাশি, বিভিন্ন সভ্যতা বিকাশের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তাৎপর্য রয়েছে।

 

জনাব সি বলেন, মানব ইতিহাসের সুদীর্ঘ প্রক্রিয়ায় প্রতিটি জাতি তাদের নিজস্ব বৈশিষ্ট্য এবং প্রতীক নিয়ে একটি সভ্যতা তৈরি করেছে, যা মানবসভ্যতার একটি বর্ণিল উদ্যান। বিভিন্ন সভ্যতা হল বিভিন্ন জাতির ঐতিহাসিক বিকাশের সমৃদ্ধ উপাদান এবং সেগুলো আজ বিভিন্ন জাতির বেঁচে থাকা ও বিকাশের ক্ষেত্রে দিকনির্দেশনা দেয়। আমরা যদি মানবসমাজের উন্নয়ন চাই এবং যৌথভাবে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করতে চাই, তাহলে বিভিন্ন সভ্যতার দীর্ঘ উত্স এবং সমৃদ্ধ বিষয়বস্তু গভীরভাবে বুঝতে হবে ও উপলব্ধি করতে হবে। যাতে সব সভ্যতার মৌলিক বিষয়গুলো মানুষের উপকারে আসে। চীন ও গ্রিসের সভ্যতার পারস্পরিক শিক্ষা কেন্দ্র এ ক্ষেত্রে বড় অর্জন করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।

 

সম্প্রতি, এথেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভিলভিদাকিসসহ পাঁচজন গ্রিক পণ্ডিত যৌথভাবে প্রেসিডেন্ট সি চিন পিংকে ওই চিঠিটি লিখেন। চিঠিতে তারা প্রেসিডেন্ট সি’র উত্থাপিত সভ্যতার ধারণার উচ্চ স্বীকৃতির কথা বলেছেন এবং কেন্দ্রীয় প্রস্তুতি ও উন্নয়নের অবস্থা তুলে ধরেছেন। ২০ ফেব্রুয়ারি কেন্দ্রটি প্রতিষ্ঠার অনুষ্ঠান এথেন্স বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

লিলি/তৌহিদ/রুবি