তুর্কিয়ের দক্ষিণাঞ্চলে আবারও ভূমিকম্প
2023-02-21 11:07:18

ফেব্রুয়ারি ২১: গতকাল (সোমবার) তুর্কিয়ের দক্ষিণাঞ্চলের হাতায় প্রদেশে আবারও ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৩ জন নিহত ও ২১৩ জন আহত হয়। তুর্কিয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু এ তথ্য জানান।

তুর্কিয়ের দুর্যোগ ও জরুরি প্রশাসন বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৮টা ৪ মিনিটে হাতায় প্রদেশের ডেভনেট এলাকায় রিখটার স্কেলে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর প্রায় ৩ মিনিট পর সামান্ডা এলাকায় রিখটার স্কেলে ৫.৮ মাত্রার ভূমিকম্প ঘটে।

তুর্কিয়ের এনটিভি প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দুই সপ্তাহ আগের ভয়াবহ ভূমিকম্পে কমবেশি বিধ্বংস্ত বিভিন্ন স্থাপনা এবারের ভূমিকম্পে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুর্কিয়ের একাধিক স্থানে  রিখটার স্কেলে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৪১ হাজার ১৫৬ জন নিহত এবং ১ লাখ ৫৫০৫ জন আহত হয়। দুর্গত এলাকায় ৮৪ হাজারটিরও বেশি ভবন বিধ্বস্ত হয়েছে। (সুবর্ণা/আলিম/রুবি)