‘কান জাগিয়ে তুলি’
2023-02-21 09:11:30

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিন হাই সিনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

জিন হাই সিন, ১৯৭৮ সালের ৩০ অক্টোবর চীনের বেইজিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী, গীতিকার ও উপস্থাপিকা। 

 

১৯৯৯ সালে জিন হাই সিনের প্রথম অ্যালবাম ‘কান জাগিয়ে তুলি’ বাজারে আসে, এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। একই বছর তিনি চায়না ন্যাশনাল রেডিও’র শ্রেষ্ঠ নতুন কণ্ঠশিল্পীর রৌপ্যপদক লাভ করেন।

 

বন্ধুরা, এখন শুনুন জিন হাই সিনের কণ্ঠে ‘কানকে জাগিয়ে তুলি’। গানের কথাগুলো এমন: এই রাস্তায় যাওয়া-আসা করা ছেলে মেয়েরা, যা বাইরে নিতে ভুলে না, তা হলো ভাবশূন্য মুখ। আমার গানের হৃদয়, রাস্তার পাশে বসে বিশ্রাম নেয়। এক একটি সংগীতের স্বরলিপি, যেন এক একটি মানুষের দুনিয়ায় আটকে থাকা পরী। আমি মাতৃভূমির গুণকীর্তন করি, প্রেমের প্রশংসা করি, শুধু আশা করি, আমার গান শোনা মানুষ দ্রুত জেগে উঠবে। কেউ কি মন দিয়ে শুনছে? যে সুর তুমি ভুলে গেছো, তা আমার সারা জীবনের আকাঙ্ক্ষা।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন জিন হাই সিনের গান ‘পাখা’। গানের কথাগুলো এমন: আকাশ ছাই রং, বৃষ্টিতে ভিজা। চোখের সামনে সব অস্পষ্ট। হৃদ স্পন্দিত হয়, হাত ঠান্ডা, এখন শুধু তুমি আর আমি। কত আনন্দ তা খেয়াল করি না। আমার কথা, তুমি বুঝবে কি? তা গুরুত্বপূর্ণ না। প্রেম কত সুন্দর, আমি কল্পনা করতে চাই না। তুমি কি আমার সঙ্গে থাকবে? পৃথিবীর শেষ পর্যন্ত।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন জিন হাই সিনের গান ‘তাকে বলি’। গানের কথাগুলো এমন: আমি তাকে ভালোবাসি, তা হল মিস করার যুক্তি। সূর্যের দিন, বৃষ্টির দিন, ঠান্ডার দিন, সে বুঝবে, তোমার কথা। সে আসলে তোমাকে সবচেয়ে উষ্ণ কথা দেবে। মানুষের ভিড়ে, ভেসে আসে ধোয়া। কখনই যেতে দেই নি, সবচেয়ে মিষ্টি আকাঙ্ক্ষা। এই পরিচিত গান, যেন আগের মুহূর্তের মতো। শান্তভাবে গাই, এই অনুভূতির নাম কি। তাকে বলতে চাই, তাকে বলতে চাই, আমি এই গান শুনছি। তাকে বলতে চাই, তাকে বলতে চাই, আমি এই গান গেয়ে থাকি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই জিন হাই সিনের গাওয়া আরেকটি সুন্দর গান, গানের নাম ‘শ্বাস, প্রেম’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিন হাই সিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)