তুরস্কের ভূমিকম্প-কবলিত ১১টি শহরের পুনর্নির্মাণ মার্চ মাসে শুরু
2023-02-21 17:27:47

ফেব্রুয়ারি ২১: মার্চ মাস থেকে অবকাঠামোসহ ভূমিকম্পে গুরুতর ক্ষতিগ্রস্ত ১১টি তুর্কি শহরের সার্বিক পুনর্গঠন শুরু হবে। দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান গতকাল (সোমবার) এ খবর জানান।

হাতায় ও ওসমানিয়ে-সহ তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ১১টি শহরের বাসভবন, ব্যবসায়িক ভবন, শিল্প ও কৃষি অবকাঠমোসহ নানা প্রকল্প নির্মাণ করা হবে। কিছু শহরের আবাসিক এলাকাগুলো পাহাড়ি অঞ্চলে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন এরদোয়ান।

৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভূমিকম্পে নিহত হয়েছে ৪১১৪৬জন এবং আহত হয়েছে এক লাখ পাঁচ হাজার ৫০৫জন। দুর্যোগ কবলিত এলাকায় ৮৪ হাজারের বেশি ভবন ধসে পড়েছে বা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

(শিশির/তৌহিদ/রুবি)