কিয়েভে আকস্মিক সফরে বাইডেন; ইউক্রেনকে সামরিক সহায়তা বৃদ্ধির ঘোষণা
2023-02-21 16:44:39

ফেব্রুয়ারি ২১: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে যখন একটি বড় আকারের যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল (সোমবার) ইউক্রেনের রাজধানী কিয়েভে আকস্মিক সফর করেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এবং ইউক্রেনকে ৫০ কোটি মার্কিন ডলার মূল্যের নতুন সামরিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, সেদিন জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন ঘোষণা করেন যে, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে ৭০০টি ট্যাংক, হাজারটি সাঁজোয়া গাড়ি, এক হাজার কামান, ২০ লাখ বুলেট, ৫০টিরও বেশি সেট দূরপাল্লার আর্টিলারি এবং জাহাজ-বিধ্বংসী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ অস্ত্র-সরঞ্জাম দেবে। হোয়াইট হাউস সূত্র জানায়, শিগগিরি এসব সামরিক সহায়তার বিস্তারিত তথ্য প্রকাশিত হবে।

জেলেনস্কি যৌথ সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষ অবশ্যই ইউক্রেনের ভূখণ্ড পুনরুদ্ধার এবং ইউক্রেনের নিশ্চয়তার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শেষ হওয়া উচিত্।

লিলি/তৌহিদ/রুবি