কোরীয় উপদ্বীপ সমস্যার রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনা উপপ্রতিনিধি
2023-02-21 17:22:13


ফেব্রুয়ারি ২১: কোরীয় উপদ্বীপ সমস্যার রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনা উপপ্রতিনিধি তাই বিং। গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার পরমাণু সমস্যা সংক্রান্ত উন্মুক্ত সভায় ভাষণ দেওয়ার সময় এ আহ্বান জানান তাই বিং।

তাই বিং বলেন, চীন বরাবরই কোরীয় উপদ্বীপ পরিস্থিতির ওপর নজর রাখছে। বিভিন্ন পক্ষকে সংযম বজায় রাখা এবং রাজনৈতিক পদ্ধতিতে সমস্যা সমাধানের সঠিক পথে এগিয়ে চলার আহ্বান জানায় বেইজিং।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু দেশের উচিত ভূ-রাজনীতি বাদ দেওয়া, যুদ্ধে উসকানি দেওয়া এবং শাস্তিমূলক ব্যবস্থা বন্ধ করা; যাতে রাজনৈতিকভাবে এ সমস্যা সমাধানের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায়। যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার বলেছে, দেশটি নিঃশর্তভাবে উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকে বসবে। তাই তার উচিত বাস্তব পদক্ষেপের মাধ্যমে বৈঠক এগিয়ে নেওয়া।

তাই বিং আরও বলেন, কোরিয়া উপদ্বীপ সমস্যার অচলাবস্থা থেকে বের হতে নিরাপত্তা পরিষদের উচিত গঠনমূলক ভূমিকা পালন করা। বর্তমানে কোরিয়া উপদ্বীপ সমস্যা খুব সংবেদনশীল। নিরাপত্তা পরিষদের যে কোনো অভিযান বা আলোচনা- পরিস্থিতি শিথিল করা এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির জন্য সহায়ক হতে হবে।

(রুবি/তৌহিদ/লাবণ্য)