আন্তর্জাতিক নীতিবিধি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, চীন নয়: মুখপাত্র
2023-02-21 18:37:17

ফেব্রুয়ারি ২১: চীন বরাবরই আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষাকারী। জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইন ভিত্তিক আন্তর্জাতিক নিয়ম দৃঢ়ভাবে রক্ষা করে আসছে চীন। আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, চীন নয়। আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে মার্কিন স্থায়ী উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের চীন সম্পর্কিত মন্তব্যের জবাবে এসব কথা বলেছেন।

জানা গেছে, মার্কিন স্থায়ী উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান বলেছেন, চীন একটি বড় চ্যালেঞ্জ, তাতে সন্দেহ নেই। কারণ চীনের আছে নীতিভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা।

ওয়াং ওয়েন বিন বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছামত রাজনৈতিক ও সামরিক আধিপত্যবাদী আচরণ করছে। ২০০১ সাল থেকে সন্ত্রাসদমনের অজুহাতে চালানো যুদ্ধ ও সামরিক অভিযানে ৯ লাখ মানুষ মারা গেছে এবং বিশ্বব্যাপী ৩ কোটি ৭০ লাখ শরণার্থী তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক সংস্থাগুলো নিয়ন্ত্রণ করে এবং প্রতিদ্বন্দীকে দমন করে। দেশটি মুখে সমতা ও ন্যায্যতার কথা বললেও মনে শুধু ব্যবসার চিন্তা করে থাকে।

যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার অজুহাতে বিজ্ঞান-প্রযুক্তি নিয়ে অপরাজনীতি করে, সামরিকীকরণ করে, নজরদারি করে। দেশটিকে হ্যাকার সম্রাট বলা যায়।

ওয়াং ওয়েন বিন বলেন, বাস্তবতা প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নীতি ও শৃঙ্খলা লঙ্ঘনকারী। আধিপত্য ও গুণ্ডামির মাধ্যমে সবকিছু করতে চায় যুক্তরাষ্ট্র।

(রুবি/তৌহিদ/লাবণ্য)