ফিলিস্তিন-ইসরাইল উত্তেজনা বৃদ্ধিতে জাতিসংঘে চীনা প্রতিনিধির উদ্বেগ প্রকাশ
2023-02-21 11:01:13

ফেব্রুয়ারি ২১: ফিলিস্তিন-ইসরাইল উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন। তিনি গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন সমস্যাবিষয়ক এক সভায় চীনের পক্ষ থেকে এ উদ্বেগ প্রকাশ করেন।

সভায় চাং চুন বলেন, বিগত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিন-ইসরাইল উত্তেজনা বাড়ছে। ইসরাইলের বিভিন্ন একতরফা পদক্ষেপ পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। এর ফলে জর্ডান নদীর পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে, অনেক শিশুসহ বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ড ও মন্তব্য সমস্যাকে তীব্রতর করেছে। এসব নেতিবাচক কার্যক্রম আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত, বিভিন্ন পক্ষের পরিস্থিতি শান্ত করার আহ্বান, এবং আন্তর্জাতিক সমাজের ‘দুই রাষ্ট্র সমাধান’-এর বিপরীত।

তিনি বলেন, ফিলিস্তিনি শরণার্থীদের অবস্থার অবনতি ঘটছে, মানবিক চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শরণার্থীদের বাড়িঘর ও স্কুল ভাঙ্গার মতো কাজ বন্ধ করতে এবং গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ তুলে নিতে চীন ইসরাইলের প্রতি আহ্বান জানায়।

তিনি আরও বলেন, নিরাপত্তা পরিষদের উচিত, কার্যকর পদক্ষেপ নেওয়া ও জাতিসংঘ সনদে অর্পিত তার দায়িত্ব পালন করা। আর আন্তর্জাতিক সমাজের উচিত যৌথভাবে সার্বিক ও সম্পূর্ণভাবে ফিলিস্তিন সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা। (তুহিনা/আলিম/রুবি)