আবুধাবি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে “চীনা সামরিক শিল্প”
2023-02-21 10:26:41

ফেব্রুয়ারি ২১: গতকাল (সোমবার) ১৬তম আবুধাবি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে উদ্বোধন হয়। চীনের জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প প্রশাসনের ৯টি সামরিক বাণিজ্য কোম্পানি এতে “চীনা সামরিক শিল্প” প্রদর্শন করছে।

চীনা প্রদর্শনস্থলের আয়তন ২ হাজার বর্গমিটারের বেশি; প্রদর্শিত পণ্যের সংখ্যাও রেকর্ডসংখ্যক। পাঁচ শতাধিক চীনা সামরিক পণ্য এখানে প্রদর্শিত হচ্ছে। এসব পণ্য স্থল, নৌ, ও বিমানবাহিনীর ব্যবহার উপযোগী।

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে প্রতি দু’বছর অন্তর আবুধাবি প্রতিরক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে। এটা বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলাগুলোর অন্যতম। এবারের মেলায় ৭০টিরও বেশি দেশের ১ হাজার ৩ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। (প্রেমা/আলিম/ছাই)