যুক্তরাষ্ট্রে বিক্ষোভ: ন্যাটো ভেঙ্গে দিয়ে ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধের দাবি
2023-02-21 10:32:07

ফেব্রুয়ারি ২১: গত রোববার সহস্রাধিক আমেরিকান নাগরিক বিক্ষোভ করে এবং ন্যাটো ভেঙ্গে দিয়ে ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধের দাবি জানায়।

বিক্ষোভকারীদের মধ্যে দেশটির সাবেক সিনেটর এবং সাংবাদিকও ছিলেন। তাঁরা রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে শান্তি-আলোচনায় বসার এবং বহুমেরুবিশিষ্ট বিশ্ব প্রতিষ্ঠার দাবিও জানান।

সাবেক মার্কিন সিনেটর টারা রিড বিক্ষোভস্থলে বলেন, কেন্দ্রবিন্দু এখন আফগানিস্তান থেকে ইউক্রেনে স্থানান্তরিত হয়েছে। এসব বন্ধ করতেই হবে। (প্রেমা/আলিম/ছাই)