হাই-টেক খাতে নিষেধাজ্ঞা ও একচেটিয়া দমনাভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র: প্রতিবেদন
2023-02-20 18:29:03

ফেব্রুয়ারি ২০: মেধাস্বত্ত্বের অজুহাতে মেধাস্বত্ত্ব খাতে একচেটিয়া দমনাভিযানের পাশাপাশি বিজ্ঞান-প্রযুক্তি নিয়ে অপরাজনীতি ও অস্ত্রীকরণ এবং গণতন্ত্রের অজুহাতে বিজ্ঞানপ্রযুক্তি খাতে আধিপত্যবাদী আচরণ করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি চীনের প্রকাশিত ‘মার্কিন আধিপত্যবাদ, গুণ্ডামি ও তার ক্ষতি’ শীর্ষক প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ, বিশেষ করে মেধাস্বত্ত্বের ওপর উন্নয়নশীল দেশগুলোর দুর্বলতা এবং সংশ্লিষ্ট খাতের সংকটাবস্থার সুযোগে একচেটিয়া লাভ করছে। বিংশ শতাব্দীর ৮০’র দশকে যুক্তরাষ্ট্র জাপানের সেমিকন্ডাক্টর শিল্প দমন করে এবং দেশটিকে ‘যুক্তরাষ্ট্র-জাপান সেমিকন্ডাক্টর চুক্তি স্বাক্ষরে’ বাধ্য করে। যার ফলে জাপানের সেমিকন্ডাক্টর শিল্প সম্পূর্ণভাবে বিশ্বের প্রতিদ্বন্দ্বিতার বাজার থেকে সরে যায়। বাজারে তার কোটা ৫০ থেকে কমে ১০ শতাংশে গিয়ে দাঁড়ায়। সেই সঙ্গে মার্কিন সরকারের সমর্থনে মার্কিন সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান দ্রুত বাজার দখল করে রাখে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিজ্ঞান-প্রযুক্তি নিয়ে রাজনীতি করে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তার অজুহাতে দেশটি রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে চীনের হুয়াওয়েই কোম্পানির ওপর চাপ সৃষ্টি করে। বিভিন্ন অজুহাত দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় দক্ষ চীনা হাই টেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে যুক্তরাষ্ট্র। বর্তমানে সহস্রাধিক চীনা প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় এনেছে ওয়াশিংটন। ২০১৮ সালের জুন মাস থেকে সেদেশে হাইটেক বিষয়ে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসার মেয়াদ কমিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রে প্রবাসী চীনা বিশেষজ্ঞদের ওপর ব্যাপক তদন্ত শুরু হয় এবং প্রবাসী চীনা প্রযুক্তি কর্মীদের প্রতিরোধ করা হয়।

(রুবি/তৌহিদ/লাবণ্য)