৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন শেষ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ঐকমত্য হয়নি
2023-02-20 14:19:23

ফেব্রুয়ারি ২০: স্থানীয় সময় গতকাল (রোববার) ৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন শেষ হয়। প্রায় ১০০টি দেশ ও অঞ্চলের প্রতিরক্ষা কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এতে অংশ নেন। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে এবং ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে সামরিক সাহায্য প্রদানের বিষয়ে কথা হয়েছে। কিন্তু কোনো ঐকমত্য হয়নি।

এদিকে, সভাকক্ষের বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে শ্লোগান দেয়। তাঁরা মনে করে, এটা জার্মানির স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং যুদ্ধ প্রতিরোধে তা কাজে আসবে না। কোনো কোনো বিক্ষোভকারী বলেন, এই সম্মেলন ‘যুদ্ধকে উস্কে দেওয়ার সম্মেলনে’ পরিণত হয়েছে।

 (তুহিনা/আলিম/রুবি)